গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শফিকুল ইসলাম। বুধবার(১১ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বিএনপি বাজারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইনুদ্দিন ফকিরে সভাপতিত্বে আবু সায়েম মৈশালের সঞ্চালনায় গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই ৩১ দফায় রয়েছে। ৩১ দফা জনগণের কাছে পৌছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ৩১ দফা পৌছে দেওয়ার সাথে সাথে জনগণের সঙ্গে থাকতে বলেছেন তিনি। তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলতে, সবার প্রতি আহবান রাখেন তিনি।
প্রিন্ট করুন
Discussion about this post