নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :গাজীপুর শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং সামাজিক উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করার লক্ষ্যে মায়েদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান মোস্তফা বাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিকদার মোহাম্মদ হারুন অর রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ। উঠান বৈঠকে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন ও মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়।