গাজীপুরে শ্রীপুরে কবি,গীতিকার, শিশুসাহিত্যিক ও কথাসাহিত্যিক হুমায়ুন আবিদের নিটল প্রেমের ট্রাজিক উপাখ্যান ‘অদেখা প্রেম’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় নবায়ন ক্লাবে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কবি সেলিম মোল্লার সভাপতিত্বে, মিশকাত রাসেল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, হুমায়ুন কবির সরকার।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক, কবি, গীতিকার, সম্পাদক ইসরাফিল হোসেন , শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি, গীতিকার, শিশুসাহিত্যিক রানা মাসুদ, কবি শাহিন সিকদার, সাংবাদিক আ: ছালাম, সাংবাদিক কবির সরকার, সাংবাদিক আবু সাঈদ, সাদ্দাম প্রমুখ।
হুমায়ুন আবিদের অদেখা প্রেম’ উপন্যাসটির পাঠক প্রিয়তা পাক-এই কামনা করেন অতিথিরা। সাড়ে ছয় ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।বইটি অমর একুশে বই মেলার “শব্দশিল্প প্রকাশনী “ঢাকা স্টল নং ৮৯২-৮৯৩ ও চট্টগ্রাম স্টল নং ১০৪ ও ১০৫ এ পাওয়া যাবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post