তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে যৌথ বাহিনী ও পুলিশ তাকে আটক করে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত দুই তারকা হোটেল প্যারাগন থেকে মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যা কান্ডে সরাসরি জরিত থাকার এজাহার ভুক্ত আসামি তিনি। গোপন তথ্য ছিল যে আজ তিনি বাংলাদেশ সীমান্ত হয়ে ভারতে পালাবেন। এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।