Print Date & Time : 22 August 2025 Friday 11:24 am

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা নারীসহ দুই জনের মৃতদের উদ্বার করেছে পুলিশ।

বুধবার (১৫ই অক্টোবর) পৃথক পৃথকস্থান থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। তার গলায় দাড়ালো ছুরির দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে কোন বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।

এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকায় ৩৫ বছর বয়সের এক নারীর মৃতদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও সনাক্ত হয়নি। সনাক্তকরণের চেষ্টা চলমান রয়েছে।