Print Date & Time : 24 August 2025 Sunday 11:59 am

শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান ভানুলাল রায় নির্বাচিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানুলাল রায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 

প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজেরা খাতুন। 

বুধবার (২৯ মে) অনুষ্টিত ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফার নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসের সভাকক্ষে হতে সর্বমোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত ফলাফল রাতের সাড়ে নয়টার দিকে ঘোষণা করা হয়। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ি ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে (তালা) প্রতীক নিয়ে রাজু দেব রিটন পেয়েছেন ৫৮ হাজার ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী লিটন আহমেদ (টিউব ওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। 

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাজেরা খাতুন (হাঁস) প্রতীক নিয়ে ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটকম প্রতিদ্বন্ধী মিতালী দত্ত (পদ্মফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ মে ২০২৪