কুষ্টিয়া -৩ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ,সহমর্মিতা,সহযোগিতা ও বিচক্ষণতাই বেগম ফজিলাতুন্নেছা মজিবকে ‘বঙ্গমাতা’ হিসাবে অভিষিক্ত করেছে।
তিনি ছিলেন একজন আদর্শ নারী,আদর্শ স্ত্রী ও আদর্শ মা। তিনি এ সময় আরও বলেন,দেশ যে সরকারের উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভাবে গ্রাম বাংলার মানুষের ছায়ার মধ্যে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এসে কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা,দুস্থ ভাতা মাতৃত্বকালীন ভাতা এই সমস্ত ভাতা কিন্তু শেখ হাসিনার অবদান। শুধু তাই নয় আজকে যে আমাদের প্রায় ৪৪টি ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে এবং দ্বিতীয়বারের মতো ঘর দিয়েছে সারা বাংলাদেশ প্রায় দশ লক্ষ।
আর মা বোনদের জন্য যা করে দিয়েছে আমার তো মনে হয় এ বাংলার মায়েরা সারা জীবন তাকে মনে রাখবে। আপনাদের জন্য যে কাজ করে দিয়েছে সন্তানের প্রতি মায়ের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে আপনারা কি জানেন, অনেকে হয়তো জানেন না,আগে যে রকম আমার জন্ম সার্টিফিকেট সে সার্টিফিকেটে আমার নামের পাশে লেখা থাকতো বাবার নাম। মায়ের নাম কোনদিন লেখা থাকতো না স্কুলে ভর্তি করার সময় আমার নামের পাশে বাবার নাম ছিল মায়ের নাম কোনদিন আসে নাই। কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বললেন যে,মা কষ্ট করে জন্ম দিয়েছে তার নাম থাকবে আগে তারপর বাবার নাম থাকবে এখন প্রতিটা সন্তান জন্ম সনদের আগে মায়ের নাম থাকবে তারপর বাবার নাম এর মাধ্যমে যে মায়ের অধিকার প্রতিষ্ঠা করছে এটা শেখ হাসিনা সরকার ছাড়া আর কেউ কিন্তু করে নাই।
আমি মনে করি এই একটি কারণে শেখ হাসিনা সরকারকে আমাদের মায়েরা আজীবন কৃতজ্ঞ থাকবে। আর এই যে আমাদের কৃষকের যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে আছে সরকার সময় মতো বীজ সার দিয়েছে তাইতো উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষিকে উন্নয়ন করার লক্ষ্যে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ আগস্ট) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা বি আর ডি বি (ইউ সি সি এ-লি:) এর আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ হল রুমে অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ,প্রান্তিক কৃষকদের ঋণ বিতরণ, বীজ বিতরণ ও কৃষি উন্নয়নে কৃষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
এ সময় বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুদ-দৌলা তরুন, উপজেলা বি আর ডি বি (ইউ সি সি এ-লি:) এর চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সংসদ সদস্য কুষ্টিয়া- ৪ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য । আতাউর রহমান আতা, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, কুষ্টিয়া । প্রকৌশলী ফারুকউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ,কুষ্টিয়া। হাজী রবিউল ইসলাম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ,কুষ্টিয়া । জেবুন্নেছা সবুজ,সভাপতি মহিলা আওয়ামী লীগ, কুষ্টিয়া । ইকবাল মাহমুদ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ,কুষ্টিয়া । ফিরোজ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, কুষ্টিয়া সদর।এছাড়াও উপস্থিত ছিল নজরুল ইসলাম প্রধান, পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন, কুষ্টিয়া সদর। আলোচনা সভা শেষে অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ,প্রান্তিক কৃষকদের ঋণ বিতরণ, বীজ বিতরণ করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৯,২০২৩//

Discussion about this post