অবৈধ কেবল টিভি ব্যবসা বন্ধ ও সন্ত্রাসী মকবুল গং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীগণ প্রশাসনের প্রতি ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন কুষ্টিয়ার কেবল টিভি ব্যবসায়ীগণ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের পাঁচ রাস্তার মোড়ে কুষ্টিয়া কেবল টিভি নেটওয়ার্কের নিজস্ব কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার কেবল টিভি ব্যবসায়ীগণ একযোগে এ আল্টিমেটাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কোয়াব কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ সজল। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয় কুষ্টিয়া কেবল টিভি নেটওয়ার্কের আওতায় তারা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বৈধ পন্থায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত দেশীয় চ্যানেলের পাশাপাশি সরকার অনুমোদিত সকল প্রকার পে চ্যানেল চালিয়ে আসছেন।বর্তমানে কুষ্টিয়া কেবল টিভি ও কণিকা কেবল টিভির অধীনে তাদের প্রায় ২ লক্ষ গ্রাহক রয়েছে। কুষ্টিয়ার ছয়টি উপজেলা ছাড়াও পৌর এলাকায় ওভারহেড অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তারা নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা প্রদান করে আসছেন। কিন্তু গত ১২ জুন কুষ্টিয়ার খাজানগর এলাকার সন্ত্রাসী মকবুল হোসেন গং বটতৈল থেকে মিরপুর উপজেলার হালসা পর্যন্ত মেসেঞ্জার অপটিক্যাল ফাইবার কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে।
এতে কুষ্টিয়া ক্যাবল টিভি নেটওয়ার্ক ও কণিকা কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অপটিক্যাল ফাইবার ও কেবল কেটে ফেলার কারণে ওই সব এলাকার প্রায় কয়েক হাজার গ্রাহক কেবল টিভির সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এ ব্যাপারে মকবুল গং এর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি এবং একটি লিখিত অভিযোগ দেয়া হলেও প্রশাসন সন্ত্রাসী মকবুল ও তার ক্যাডারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না একদিকে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন অন্যদিকে ব্যবসায়িকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এছাড়াও উক্ত মকবুল হোসেন খাজা নগর এলাকায় ডট কম নামে একটি কেবল অপারেটর প্রতিষ্ঠান গড়ে তুলে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যাপারে প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তারা মকবুলের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না। সংবাদ সম্মেলনে মকবুল গং এর বিরুদ্ধে অজ্ঞাত কারণে প্রশাসনের চরম নির্লিপ্ত ভূমিকায় কেবল টিভি ব্যবসায়ীগণ চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ কেবল ব্যবসা পরিচালনাকারী মকবুল গল ও তার বাহিনীর ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা কুষ্টিয়া জেলা ব্যাপী কেবল টিভি বন্দসহ আরো কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কোয়াব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খন্দকার শহিদুল হক পিন্টু, সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন, কুষ্টিয়া কেবল টিভি ডট কম এর পরিচালক আরিফুর রহমান ইয়াজ, কোয়াব কুষ্টিয়া জেলা শাখার কোষাধ্যক্ষ বিশ্ব চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুন ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post