বিএনপি ও জামাতের ডাকা কেন্দ্রীয় কর্মসুচি সকাল-সন্ধ্যার হরতালে হাটহাজারীতে মাঠে দেখা যায়নি বিএনপি জামাতের কোনো নেতা কর্মী সমর্থদের।
তবে সন্ধ্যার দিকে মীর হেলাল অনুসারীরা একটি ঝটিকা মিছিল করেছে। এদিকে
হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আ.লীগ ও তাদের অঙ্গ ও
সহযোগী সংগঠনগুলো ।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন
স্থান ঘুরে কোথাও হরতালকারীদের মিছিল, মিটিং, সভা সমাবেশ, পিকেটিং করতে
দেখা যায়নি।
প্রতিদিনের মতো হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে দ্রুত যান সার্ভিসের বাস ও নাজিরহাট শাখা রেললাইন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সকালের দিকে মহা সড়কে গাড়ি চলাচলের পরিমানে কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে গেছে । ট্রাক, জিপের চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক দেখা গেছে। এছাড়া এদিন উপজেলার স্কুল-কলেজ–মাদ্রাসা সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কাজকর্ম স্বাভাবিক ছিলো। সকালের দিকে হাটে বাজারে মানুষজনের উপস্থিতি কিছুটা কম থাকলেও জীবন যাত্রা অনেকটা স্বাভাবিক ছিলো।
এদিকে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.মোহাম্মদ আলী সভাপতিত্বে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বেলা ১২ টার দিকে হাটহাজারী বাস স্টেশন এলাকায় শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.আজম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। এতে বক্তব্য রাখেন, উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাইনুদ্দিন, উপজেলা সহ-সভাপতি ইকবাল বাহার, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম, উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এর অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যার দিকে হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে যা মেডিকেল গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৯,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post