সংসদীয় আসন ১৬ লালমনিরহাট আসন সমাজকল্যাণমন্ত্রীর ভাইয়ের বউসহ ১৮ জন স্বজনকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং করা হয়েছে।
এমন অভিযোগ পেয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ মন্ত্রীর স্বজনদের নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থীগণ অভিযোগ তুলেছে নৌকা মার্কার প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে।
হঠাৎ করে আজ শনিবার বিএনপির দুই শতাধিক নেতাকর্মী সমর্থন লাঠি হাতে শহরে ঝটিকা মিছিল করেছে।
এ ঘটনায় রাজনীতির মাঠে কিছুটা হলেও উত্তেজনা ছড়িয়েছে।
আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশিন ও জেলা প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তার সকল আয়োজন চুড়ান্ত করেছে।
এরমধ্যে সংসদীয় আসন ১৬ লালমনিরহাট আসন (আদিতমারী – কালীগঞ্জ) দুইয়ের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ উদ্দিন অভিযোগ করেন করিম উদ্দিন স্কুল এন্ড কলেজ ও করিম উদ্দিন সরকারি কলেজের অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা মন্ত্রী মহদোয়ের ১৮ জন স্বজন কে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার করা হয়েছে। উদাহরণ টেনে বলেন, মন্ত্রীর শ্যালক এরশাদুল হক, স্বজন গোলাম ফারুক, মন্ত্রীর ছোটভাইয়ের স্ত্রী লিপিকা চৌধুরি নির্বাচনে দায়িত্ব পেয়েছে। তবে শনিবার বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্ল্যাহ জানান, মন্ত্রীর কোন স্বজনকে ভোটের দায়িত্বে রাখা হয়নি। সব লিষ্ট পাল্টিয়ে ফেলা হয়েছে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে।
এদিকে শনিবার দুপুর দেড়টায় বিএনপির একটি লাঠি মিছিল শহরে ঝটিকা মিছিল করে। ঝটিকা মিছিলটি বিএনপির অফিস হতে বেড় হয়ে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় হতে সার্কিটহাউজ সংলগ্ন সেনামৈত্রী কাঁচাবাজারে গিয়ে শেষ হয়। ঝটিকা ও লাঠি মিছিল হতে নির্বাচন প্রতিহতের আহবান করে শ্লোগান দেয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post