হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিপাতলী ইউনিয়ন শাখার আয়োজনে সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড.আবদুল হামিদ চৌধুরী,উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শোয়াইব চৌধুরী, হাটহাজারী পৌরসভা আমীর মিজানুর রহমান, ছিপাতলী ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আহসান লাবু, অধ্যাপক ফজলুল কাদের ও আসলাম মোর্শেদ, নাঙ্গলমোড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো.এনায়েত উল্লাহ চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল ইসলাম, শিবিরের উপজেলা সভাপতি মুজাহিদ সহ আরো অনেকে।
উপজেলার ছিপাতলী ইউনিয়ন শাখার সেক্রেটারী ইমতিয়াজ এবং এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ইউপি সদস্য জিয়া হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “সমাজে যত অশান্তি, বিশৃঙ্খলা তার মূলে হলো অযোগ্য, দুর্নীতিবাজ ও অসৎ নেতৃত্ব। দেশের মানুষ ঘরের দরজা খোলা রেখে নির্ভয়ে নিজ ঘরে ঘুমাতে চায়,ব্যাংক থেকে তুলে সে টাকা নিয়ে নিরাপদ ঘরে যেতে চায়, দেশের মা বোনসহ মেয়েরা নির্ভয়ে চলা ফেরা করবে কেউ তাদের দিকে চোঁখ তুলে তাকাবে না মানুষ এমন একটা পরিবেশ চায় কিন্তু যারা পূর্বে এ দেশকে শাসন করেছে এবং যারা শাসন করতে চায় তাদের দিয়ে এটা কখনোই সম্ভব হবে না। ওই ধরনের পরিবেশ তৈরি করতে আমাদের খোদা ভিরু যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে। তবেই এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য হলো নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে এ দেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে উপহার স্বরুপ শিক্ষা সামগ্রী তুলে দেন।