Print Date & Time : 23 August 2025 Saturday 4:47 pm

সমুদ্রে মিলছেনা ইলিশ, দু:শ্চিন্তায় জেলেরা

গোফরান পলাশ , কলাপাড়া: বঙ্গোপসাগরে মিলছেনা ইলিশ, এতে দু:শ্চিন্তায় পড়েছেন জেলেরা। হাঁক ডাক নেই কুয়াকাটা, আলীপুর, মহিপুর মৎস্য আড়তে।

সমুদ্র থেকে দু’একটি ট্রলার অল্প কিছু মাছ নিয়ে তীরে ফিরলেও বেশিরভাগ ট্রলার ফিরছে শূন্য হাতে। উপকূলের জেলে পল্লী গুলোতে চলছে হাহাকার।

ঋণের বোঝায় দিশেহারা কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার হাজার হাজার জেলে পরিবার।

সরেজমিনে দেখা যায়, বন্দরের মৎস্য আড়ত গুলোতে কর্মব্যস্থতা নেই। শ্রমিকরা বেকার দিন পার করছে। পাইকারি ব্যবসায়ীরা চায়ের দোকানে গল্পে, আড্ডায় সময় পার করছে। কিছু জেলে পুরানো জাল বুনছেন। কর্মব্যস্ত মৎস্য বন্দরের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে।

জেলে আলী মাঝি বলেন, এনজিও থেকে বৌ এর নামে ঋণ নিয়েছি। সাগরে মাছ ধরা না পড়ায় কিস্তির টাকা দিতে পারি নাই।

ট্রলার মালিক ইউসুফ হাওলাদার বলেন, এক একবার ট্রলারে দেড়-দুই লক্ষ টাকার বাজার দিয়ে জেলেদের সমুদ্রে পাঠাই, কিন্তু মাছ পায় ১৫/২০ হাজার টাকার। আমরা এখন হতাশার মধ্যে আছি।

মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, এভাবে আর কিছু দিন মাছ না পড়লে আমাদের সকল আড়তে তালা মারতে হবে। এখন আল্লাহ্ একমাত্র ভরসা।

দৈনিক দেশতথ্য//এইচ//