ময়মনসিংহের নান্দাইল উপজেলার চার কিশোরকে সম্মাননা ও পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম ।
বুধবার (২২ নভেম্বর) এক সভায় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মোহনপুর গ্রামে রাব্বি(১২), রাকিব(১০), তামিল(১২) ও বিল্লান(১২) নামের কিশোরদের সম্মাননা দেয়া হয়।
এই চার বুদ্ধিদীপ্ত কিশোরের তৎপরতায় একটি সম্ভাব্য রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ।সেই সাথে রক্ষা পায় অগণিত মানুষের জীবন।
বিগত শুক্রবার (১০ নভেম্বর) স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা দেখতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সীমানায় লাউয়ালি বিলের মধ্যবর্তী রেললাইন ধরে হাঁটছিল রাব্বি ও রাকিব ( পিতা আবুল কালাম), তামিল (পিতা সুমন মিয়া) এবং
বিল্লান (পিতা আব্দুল কাদের)।
জনবিরল রেললাইনের একটি অংশে ওরা দেখতে পায় কারা যেন ধাঁরালো ব্লেড জাতীয় কিছুর সাহায্যে রেললাইনের পাত কেটে ক্ষতিসাধন ও জননিরাপত্তা ব্যহত করার চেষ্টা করেছে। রাব্বি তার বাবা আবুল কালামকে বিষয়টি জানালে তিনি জাতীয়
জরুরি সেবা ‘৯৯৯’ ফোন করে বিষয়টি জানান। কিশোররা স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে দুইটি বাঁশের লাঠির প্রান্তে দুই প্রস্থ লাল কাপড় বাঁধে প্রায় এক কিলোমিটার সামনে কিশোরগঞ্জের মাইজকাপন ইউনিয়ন সংলগ্ন রেললাইনের উপর লাল নিশান হাতে দাঁড়ান।
এরমধ্যে নান্দাইল থানা পুলিশ ও রেলওয়ে ইঞ্জিনিয়ারদের একটি টিম ঘটনাস্থল পৌছে রেললাইনের কাটা অংশে নতুন পাত সংযোজন করেন। এতে রক্ষা পায় একটি সম্ভাব্য রেল দুর্ঘটনা।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post