জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার কবি ও সংগঠক আসমান আলী কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সংঘ, ইশালমারী,মিরপুর কুষ্টিয়া কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছেন।
গতকাল শনিবার (১৫ই ফেব্রুয়ারী) দিনব্যাপী এ অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জগলুল কবির মেজরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন চুয়াডাঙ্গা জেলার অবঃ উপ পরিচালক মাসুদুল হাসান মালিক।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি গল্পকার কবি ও সংগঠক আসমান আলী, চুয়াডাঙ্গা শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও কবি মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ও কবি মোঃ আবুল কাশেম।
প্রধান বক্তা ছিলেন, বি,কে,বি’র এজিএম তাওহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা ঝুমুর, পুঁথি পাঠ করেন পদ্মা পাড়ের কবি মোঃ মুনির উদ্দীন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মোঃ জাহাঙ্গীর আলম ও ফরিদুল ইসলাম সাদ্দাম।

Discussion about this post