Print Date & Time : 23 August 2025 Saturday 10:47 pm

সরকারি চাকরিতে পিএসসির ৩ সিদ্ধান্ত চূড়ান্ত

সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ ও প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনসহ তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলো অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এসব সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত।

তিনি আরও জানান, চাকরিপ্রার্থীদের জন্য ভালো কিছু কাজ করছে পিএসসি। নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান।

সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব বিষয়ে গুরুত্ব দেয়। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রয়োজ্য।
এম/দৈনিক দেশতথ্য//