বরগুনায় এক এমপিও ভুক্ত সহকারি শিক্ষক ও বিদেশ ফেরত ব্যক্তির বিরুদ্বে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে স্থায়ী পাকা ভবন নির্মান করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মঞ্জু মিয়া, তিনি পাথরঘাটা উপজেলার বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। অপর ব্যাক্তি ওমর ফারুক, তিনি একজন সৌদি প্রবাসি।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ৪২/২ নং পোল্ডারের ক্রোক এলাকার বরগুনা-বরইতলা মহাসড়কের বিসিক শিল্প নগরীর পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা সংলগ্ন সরকারি জমি দখল করে বহুতল পাকা স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভবশালী শিক্ষক মঞ্জু মিয়া ও প্রতিবেশী ওমর ফারুক। ভবনটি ২য় তলার কাজ চলমান থাকলেও ৩য়-৪র্থ তলাও হবে বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা-বড়ইতলা মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় হাইওয়ে রাস্তার পাশ ঘেষে চলে গেছে ওজোপাডিকো (পিডিবি) বরগুনা এর বিদ্যুৎ লাইন। এই লাইনের ঠিক নিচেই ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন দখলদাররা৷ এতে ভবনটি সম্পন্ন হলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তবে নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে প্রকাশ্যে স্থায়ী পাকা ভবন নির্মান করছেন প্রভাবশালী সহকারী শিক্ষক মঞ্জু মিয়া ও ওমর ফারুক। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দখলদারদের তোপের মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরা।
সরকারি জমি দখলদার বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জু মিয়া বলেন, ভবনটির কিছু অংশ সরকারি জমির মধ্যে পড়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এস ও) শাহজালাল বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ ওই শিক্ষক ও প্রবাসী ব্যাক্তি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে পাকা স্থায়ী ভবন নির্মান করছেন বলে সত্যতা পাই৷ তাদের কাগজপত্র দেখাতে বললে তারা ভূমি অফিসের একটি ডিসিআরের কাগজ দেখায়। কাগজটি সত্যতা যাচাইয়ের জন্য ভূমি অফিসে পাঠানো হয়েছে। যদিও তারা লিজ নিয়ে থাকেন তাহলেও এখানে স্থায়ী ভবন করার কোন সুযোগ নেই। তাই কাজ বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post