Print Date & Time : 13 September 2025 Saturday 9:33 pm

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

জেলার সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তফা বাবুল মারা গেছেন।

রোরবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি জামালপুর জেলায় সরিষাবাড়ীর উপজেলার আওনা ইউনিয়নে।

এর আগে শনিবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে সরিষাবাড়ী উপজেলা শহরের স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাংবাদিক মোস্তফা বাবুল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জামালপুর প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, সাংবাদিক মোস্তফা বাবুল একটি

ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার চাপারকোনা এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে অটোরিকশায় ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে
জামালপুর হাসপাতালে নেওয়া হয় পড়ে তাকে সেখান থেকে তিনি ঢাকায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জামালপুর কৃতি সন্তান এভাবে নিহত হওয়া ঘটনায় সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক দেশতথ্য//এইচ//