সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারীর বিরুদ্ধে সকল সহিংসতার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জবাই মাদ্রাসা মোড়ে পাঠশালা-প্রাইভেট হোম এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি শিরন্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মাওলানা মোঃ আব্দুল বাকি উপস্থিত ছিলেন। অন্যানদের মধ্যে মাওলানা মো. আ. লতিফ বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মোঃ আব্দুল লতিফ, মাওলানা মোঃ মোজাম্মেল হক,ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম সহ
এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।মানব বন্ধন ও প্রতিবাদ সভায় আগত শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষনা করে সর্বস্তরের জনসাধারন ধর্ষনসহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে আওয়াজ তোলেন ও অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।
মির্জাপুরে নবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ মীর আনোয়ার হোসেন টুটুল সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে কটুক্তি করায় নবী নুর ইসলাম (৩৪) নামে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষব্দ জনতা। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। নবী নুর ইসলামের পিতার নাম জাহের আলী বেপারি।
গোড়াই ইউনিয়ন পরিষদের মেমম্বার মজিবর রহমান জানান, নবী নুর ইসলাম দীর্ঘ দিন ধরে হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোষ্ট করে আসছিল। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আজ মঙ্গলবার স্তানীয় লোকন নবী নুর ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করেছে। মির্জাপুর উপজেরা বাংলাদেশ ছাত্রশিবিরের উপজেরা শাখার সভাপতি মিরাজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নবী নুর ইসলাম হযরত মুহাম্মদ (সাঃ) নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে নানা ভাবে ব্যঙ্গ ও কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) পোষ্ট করায় মুসুল্লিদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসি তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। থানায় মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//

Discussion about this post