Print Date & Time : 4 July 2025 Friday 10:59 pm

সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক : পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে’র) উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ,কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য তুহিন আহমেদ, নাব্বির আল নাফিজ, খালিদ সাইফুল, হাসনাত রাব্বু, মিরাজুল ইসলাম, শামীম হাসান খান,রাসিদা রিতাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশপ্রেম না থাকলে সাংবাদিকতায় আসা উচিৎ না। আমরা দেখেছি ৩৬ জুলাইয়ের পরে অনেক সাংবাদিক গুপ্তচরবৃত্তি করে বহি:বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ রেখে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা আনতে হবে।

বক্তারা আরো বলেন, ‘নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন বদ্ধ পরিকর।
এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালো আইন প্রত্যাহার করতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় জোর দাবি জানানো হয়।