সিলেট অফিস:
আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল আহমদ বলেছেন, নান্দনিক ও স্মার্ট উপজেলা গড়তে ঘোড়া মার্কায় ভোট দিন। সিলেটের পার্শ্ববর্তী উপজেলা, বিভাগীয় নগরীর প্রবেশদ্বার খ্যাত দক্ষিণ সুরমাকে জনবান্ধব ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
শনিবার (৪ মে)দুপুরে দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসনের সাথে সমন্বয় রেখে সকল সরকারি-বেসরকারি সংস্থাকে সাথে নিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় সরকারি পর্যায়ে গঠনমূলক ও শক্তিশালী ভূমিকা পালন করে উপজেলা পরিষদ। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদকে ঢেলে সাজাতে একটি বাস্তবমূখী পরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে।
জাতির বিবেক সাংবাদিকদের লেখনির মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতি তরান্বিত হয়।
তিনি তাঁর আগামীর স্বপ্নবাস্তবায়নে ৮মে ঘোড়া মার্কার ভোট প্রদানের জন্য উপজেলাবাসীর প্রতি আহবান জানান।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিক আহমদ শফি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আফতাব উদ্দিন, সাধারন সম্পাদক হাজী এম আহমদ আলী, বর্তমান সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ শান্ত, নির্বাহী সদস্য আজমল আহমদ রোমন, সদস্য জাহেদ আহমদ, রফিক আহমদ, এসএম ফাহিম, বশর মিয়া প্রমুখ।
মতবিনিময় সভা শেষে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে জুয়েল আহমদকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এসময় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু, সংগঠক শাহেদ আহমদ, রাজা মিয়া ও সুমন আহমদ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post