Print Date & Time : 23 August 2025 Saturday 2:30 pm

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত

ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ ১ লা জুন (শনিবার) দুপুর ১২টায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩২ সদস্যের বৃহৎ এ সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক জহিরুল হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল মিজান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

সভায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের এ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দায়িত্ব পালনের স্পৃহার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সাংবাদিকদের প্রশিক্ষণ, আর্থিক বিষয়, সংগঠনের অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার গত বছরের হিসেব নিকেশ ও আগামী বছরের পরিকল্পনা করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১ জুন ২০২৪