কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ, আপোষহীন নির্ভীক সমাজ সংস্কারক, অজস্র বাউল গানের রচয়িতা, সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
দিবসকে উপলক্ষ করে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমারখালী কাঙ্গাল হরিনাথ মিউজিয়ামে, কাঙ্গাল হরিনাথ মজুমদার জাদুঘর ও বাংলাদেশ জাদুঘর ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৪ টায় আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিনাথ মজুমদার বাংলা ১২৪০ সনের ৫ই শ্রাবন (২০শে জুলাই ১৮৩৩সাল) বৃহস্পতিবার কুমারখালী থানার কুন্ডু পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৩০৩ সনের ৫ই বৈশাখ (১৮ই এপ্রিল ১৮৯৬ইং) বৃহস্পতিবার ৬৩ বছর বয়সে ইহধাম ত্যাগ করে চিত দামে গমন করেন।
ফকির চাঁদ বাউল নামে পরিচিত হরিনাথ মজুমদার এই সংক্ষিপ্ত জীবন পরিক্রমায় ৭২খানা গ্রন্থ, সমাজ সংস্কারে ১১টি দল, ডাকঘরে মানিঅর্ডার প্রথা প্রবর্তন, নিজের সম্পাদিত “গ্রামর্বাত্তা প্রকাশিকা” নামে পত্রিকা প্রকাশ, হাজার খানিক গান রচনা সহ গড়েছেন ছোট বড় ৮টি প্রতিষ্ঠান। “ওহে দিনতো গেল সন্ধ্যা হল পার করো আমারে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিয়ো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন” প্রভৃতি নীতি কথার জনক কাঙ্গাল হরিনাথ মজুমদার ১৭ই এপ্রিল ১৮৫৪ সালে নারীদের শিক্ষার জন্য গঠন করেন কুমারখালী বাংলা পাঠশালা। পাঠশালাটি শ্রী বৃদ্ধি হয়ে কুমারখালী বালিকা বিদ্যালয় নামে আজো নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। হরিনাথ মজুমদার সাধারণ মানুষের অধিকার আদায়ে ও উচ্চবৃত্ত জমিদারদের শোষণ-পীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করেছেন এবং গ্রামবার্তা পত্রিকার মাধ্যমে সেগুলো তুলে ধরেছেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে কাঙ্গাল হরিনাথের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাঙ্গাল হরিনাথ গবেষক অ্যাডভোকেট লালিম হক, কাঙ্গাল হরিনাথ জাদুঘরের এক্সপ্লোরেশন অফিসার ওবায়দুল্লাহ, কবি সৈয়দ আব্দুল সাদীক, প্রাবন্ধিক লিটন আব্বাস , মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার নাথ, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র -ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে কাঙ্গাল হরিনাথের জীবন দশায় ঘটে যাওয়া বিভিন্ন দিক উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন বক্তারা। এছাড় ও অকুতোভায় কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন সংগ্রামের এক এক টি দিক তুলে ধরেন কাঙ্গাল সাহিত্য প্রেমীরা।
আলোচনা শেষে,”কাঙ্গাল হরিনাথ” শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ এপ্রিল ২০২৪

Discussion about this post