নিজস্ব প্রতিবেদক
দৈনিক ইত্তেফাক পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাসের বাবা ও কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিন্ধান্তবাড়ী শ্রীশ্রী শিব মন্দিরের সাবেক সেবাইত সন্তোষ কুমার দাসের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ রোববার ।
এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামের নিজ বাসভবনে প্রয়াতের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ, সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচী শেষে ভোগ প্রসাদ নিবেদন করা হবে। তার আত্মার শান্তি কামনায় আত্মীয়,বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রার্থনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এস//