জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা।
মঙ্গলবার (২০ জুন), গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, শাখার সভাপতি আনোয়ার হোসেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পথিকের পাঠশালার পরিচালক ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, গাংনী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পথিক।
এসময় অন্যান্যের মধ্যে আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা, উপজেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম ও সাগর-রুনীসহ দূর্বৃত্তদের হাতে খুন হওয়া সকল সাংবাদিকের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান। একইসাথে স্থানীয় সাংবাদিকদের পাশে থেকে তাদের সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখার রবিউল ইসলাম, রাশেদ খান, দিলরুবা, মরজেম হোসেন, মজিবর রহমান, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, আমাদের সূর্যোদয়ের আবুল হোসেন, সাংবাদিক সাঈদ ও দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুনসহ গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দূর্ণীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ জুন ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post