নিজস্ব প্রতিবেদক :
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি রুহুল আমিন গাজী আর নেই। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে চাঁদপুরের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম রুহুল আমিন গাজী ১৯৫৬ সালে ১২ নভেম্বর চাঁদপুর সদরের গোবিন্দিয়ায় জন্মগ্রহণ করেন। পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ ইউনিয়ন থেকে তিনি সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে আসছেন। একজন ত্যাগী, ষ্পষ্টভাষী, আপোষহীন নেতা হিসেবে তিনি সর্বস্তরের সাংবাদিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রিন্ট করুন
Discussion about this post