কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা প্রেসকাবের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকে সংবাদদাতা মনিরুল ইসলাম মাসুদ এর দাফন সম্পন্ন। শনিবার সকাল ৯ টায় নিজ গ্রামের ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন,সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে উপজেলার বনগ্রামে মনিরুল ইসলাম মাসুদ অসুস্থ হয়ে পরেন। পরিবারের লোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। তিনি বনগ্রামের মনোয়ার হোসেনের পুত্র। মাসুদ ৪ ভাই, ১ বোনের বোনের মধ্যে ৩য়। প্রয়াত সাংবাদিক দুই সন্তানের জনক। স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় লেখা লেখি দিয়ে মাসুদের সাংবাদিকতা সূচনা। বর্তমান দৈনিক ইত্তেফাক পত্রিকার খোকসা উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন
Discussion about this post