শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় প্রকাশিত সংবাদ ও টিসিবির এক ডিলারকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় ফেসবুক স্ট্যাটাসের জের ধরে যুগান্তরের পাইকগাছা প্রতিনিধি ও বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জি এম মিজানুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রদান করেছে মেহেদী হাসান নান্টু নামের স্থানীয় এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা।
বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুরের জনৈক আমিন গাজীর রাইস মিলের সামনের মুদি দোকানের বারান্দায় সাংবাদিক মিজানকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান জানান, ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় সংবাদ প্রকাশ ও টিসিবির এক ডিলারকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় গত সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।যদিও প্রকাশিত সংবাদ বা স্ট্যাটাসে কারো নাম ঠিকানা কিছুই উল্লেখ করা হয়নি। তাছাড়া ঈদের আগে স্লিপ থাকলেও অসহায়দের ভিজিএফ’র চাল বঞ্চিতের সংবাদটি দেশের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিকে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল।
সর্বশেষ এ সকল বিষয়ে ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুরের জনৈক আমিন গাজীর রাইস মিলের সামনের মুদি দোকানের বারান্দায় আকষ্মিক ওই ছাত্রলীগ নেতা উপস্থিত হয়ে সাংবাদিক মিজানের সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করে। একপর্যায়ে সে বলতে থাকে, আমি ছাত্রলীগের গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি। এ এলাকায় কি হবে আর কি হবে না সেটা আমি দেখবো। সে কথার জবাবে সাংবাদিক মিজান বলেন, তাহলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মলের কাজ’ কী?
প্রতিউত্তরে ওই ছাত্রলীগনেতা ওসব কাউকেই মানার সময় নেই মন্তব্য করে সাংবাদিক মিজানকে বলতে থাকেন, তোকে আগে এক বার ওয়ার্নিং দিয়েছি আজ শেষবারের মত ওয়ার্নিং দিলাম। অন্তত গদাইপুর ইউনিয়ন নিয়ে কোন খবর প্রকাশ করা যাবে না। আর পরবর্তীতে এমন হলে তোকে পিটিয়ে হাত পা ভেঙ্গে গুলি করে বুক ঝাঁঝরা করে দেব। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে অনতিবিলম্বে চিহ্নিত চাঁদাবাজ বহু অপকর্মের হোতা নান্টুকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
সর্বশেষ খবর প্রকাশের জেরে যুগান্তরের পাইকগাছা প্রতিনিধি ও বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মিজানুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িত বহু অপকর্মের হোতা নান্টুকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম-ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজ পরিবার ও বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য///এস//