Print Date & Time : 25 August 2025 Monday 4:56 am

সাংবাদিক শরিফসহ তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক ॥ চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শরিফ উদ্দিন বিশ্বাসসহ তিন সাংবাদিকের উপর ন্যাক্কারজকন হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। 

ক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম দুলাল। সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র-সহ-সভাপতি মজিবুল শেখ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দোলন, কোষাধ্যক্ষ এনামুল হক, কার্যনির্বাহী সদস্য হায়দার আলী, আসলাম আলী প্রমুখ।

 এ ধরণের হামলার ঘটনা বার বার সংঘঠিত হওয়ায় কুষ্টিয়ায় স্বাধীন সাংবাদিকতা অনেক ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। শুধু মাত্র কয়েকজন আসামীকে গ্রেফতার করেই শেষ করা যাবে না। সঠিক ঘটনার তদন্তপুর্বক অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কুষ্টিয়াকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, যে কোন মুল্যে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি পেতে হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ফেব্রুয়ারী ২০২৪