Print Date & Time : 28 August 2025 Thursday 11:03 pm

সাজু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিনিধি (যশোর)
যশোরের ওয়েলডিং মিস্ত্রি নয়ন চৌধুরী সাজু হত্যা মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পিবিআই।
অভিযুক্তরা হলো, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালছাবিল আহম্মেদ জিসান, শহরতলীর হামিদপুর গ্রামের সৌমিক হাসান পাভেল, পুরাতনকসবা মিশন পাড়ার ইয়াসিন ইসলাম রাব্বি, সদরের পুলেরহাট মাহিদিয়া গ্রামের ইসতিয়াক হাসান রনি ও পতেঙ্গালী গ্রামের জয়নাল হোসেন শান্ত।

মামলার তদন্ত শেষে পিবিআই’র তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এ চার্জশিট দেনমামলার বিবরণে জানা গেছে, শহরের মিশনপাড়ায় একটি ওয়েল্ডিংয়ের দোকান চালাত দুই ভাই রাজু ও সাজু। ২০১৯ সালের ১৩ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে সাজুকে মোবাইল ফোনে কল দিয়ে জিসান পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার টাকা না দিলে তাদের দুই ভাইয়ের ক্ষতি করা হবে বলে হুমকি দেয়া হয়। সাজু বিষয়টি তার বড় ভাই রাজুকে ফোনে জানালে দোকান বন্ধ করে বাড়ি চলে যেতে বলে। সাজু অন্যদিনের তুলনায় একটু আগেই দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত সাড়ে ১১ দিকে সাজু দড়াটানায় ওষুধ কিনতে আসে। পথিমধ্যে মসজিদের সামনে আসামিরা তার গতিরোধ করে মারপিট করে জখম করে।

রাজু সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসলে তাকেও পিটিয়ে আহত করে আসামিরা। গুরুতর আহত সাজুকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে সে মারা যায়।

দৈনিক দেশতথ্য//এইচ//