মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম স্থানীয় মৃত নেছার আলী কাগুজির ছেলে।সাতক্ষীরার শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে নিজ বাড়ির সন্নিকটে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজি (৪৫)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরে কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাসপ্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। তাকে যারা হত্যা করেছে সেসব হত্যাকারীদে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।
কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজি কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম। রাতের কোনো এক সময়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কাশেমকে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড এলাকাটিকে অত্যন্ত সন্ত্রাস প্রবণ এলাকা বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান এই কৃষক লীগ নেতা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post