বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তির ৬০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রাম থেকে আসা মহর আলী (৮০) বলেন, চার মাস ধরে জলাবদ্ধতায় থাকা মানুষ। জমিজমা থাকলেও ফসল নেই। তাই এলাকার মানুষের আয়-রোজগারও নেই। গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যারা আমাগের (আমাদের) মতো গরিব মাইনষের খোঁজ নিয়ে শীতের কাপড় (কম্বল) দিচ্ছে তাগেরে (তাদের) আল্লাহ বাঁচায় (বাঁচিয়ে) রাখুক। তাদের কামাইতে (আয়-রোজগারে) বেশি বেশি বরকত হোক।’
সাতক্ষীরা শহরের ঋষিপাড়ার উষা রানি বলেন, ‘তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। আশীর্বাদ করি বসুন্ধরা গ্রুপ আরো বড় হোক। তারা দেশের সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করুক।’
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা শাখার উপদেষ্টা প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্যের আহ্বায়ক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহানের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ ও কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে ৫০ হাজার কম্বল অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বাগেরহাট ও খুলনায় কম্বল বিতরণ শেষ হয়েছে। সাতক্ষীরায় দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম দিনে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসরত ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে উপকূলীয় এলাকাসহ অন্যান্য উপজেলায়ও কম্বল বিতরণ করা হবে।’
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post