সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯২ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কলারোয়ায় ২ জন এবং শ্যামনগরে ১ জন রোগী ভর্তি করা হয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩২ জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন রোগী।
দৈনিক দেশতথ্য//এইচ/