ষড়ঋতুর দেশ বাংলাদেশ। শরৎকালের প্রকৃতি এই সময় বৈচিত্রপূর্ণ রুপ ধারণ করে। নীল আকাশে ধবধবে তুলোর মতো মেঘ,আর মৃদু বাতাস। রোদে ঝলমল করছে চারিদিক। নীল আকাশে স্বচ্ছ সাদা মেঘ। আর সাদা মেঘের ভেলায় ভাসছে সাদা কাশফুল। শরৎের দিনে কখনো কাঠফাটা রোদ আবার পরক্ষণেই মুষলধারে বৃষ্টি। এ বছর ভাদ্র মাসে শরৎের এই চিরচেনা রুপ তেমন একটা দেখা মেলেনি। তবে আশ্বিনের প্রথম সপ্তাহ থেকেই প্রকৃতি অপরুপ সাজে সাজিয়ে নিয়েছে নিজেকে। রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় ফুটেছে ধবধবে সাদা কাশফুল।
দৃষ্টিনন্দন এ কাশফুলের রাজ্য এখন মহানগরীর বিভিন্ন খোলা জায়গা ও পদ্মা নদীর চর। রাজশাহীর পদ্মা নদীতীরবর্তী বিশাল চর জুড়ে দেখা যাচ্ছে কাশবন। সেই সাথে মহানগরীর অনেক খোলা জায়গাতেও দেখা মিলছে কাশফুলের।
কাশবনের ভিতরের দিকে গেলেই মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। দু’পাশে কাশফুলগুলো যেন মাথা নুয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছে। বালুর মধ্যে কাশফুল যেন অপরুপ সাজে সেজেছে। আর চোখে পড়ে কাশফুলের শুভ্রতা। এ সময়ে আকাশ নির্মেঘ হয়। সোনার রং ধরে শরৎের রোদ্দুরে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post