Print Date & Time : 27 August 2025 Wednesday 9:37 pm

সাপাহারের ওষুধ ব্যাবসায়ীদের মানববন্ধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার ওষুধ প্রশাসন কর্তৃক হয়রানী মূলক মামলার প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিকী ধর্মঘট ও মানব বন্ধ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁর ডাকে সাপাহারে আজ রবিবার সকাল সন্ধ্যায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সাপাহার উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ রেখে সদরের ব্যস্ততম এলাকা জিরো পয়েন্টে ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানব বন্ধনে উপজেলার সকল ওষুধ ব্যাবসায়ীদের পক্ষে কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ওষুধ ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ অবিলম্বে ওষুধ মামলা প্রত্যাহারের দাবী আদায় না হলে পরবর্তীতে রাজশাহী বিভাগের ৮জেলায় সকল ওষুধের দোকান পাট বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে ডাক দেয়ারও হুঁশিয়ার প্রদান করেন।
এসময় সাপাহার উপজেলার সকল ওষুধ ব্যবসায়ীগন উক্ত মানব বন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে মানব বন্ধনে অংশ নেয়া সকল ওষুধ ব্যবসায়ীগন একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে মিলিত হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//