Print Date & Time : 25 August 2025 Monday 10:41 am

সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

”বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে দিয়ে সাপাহারে “আন্তর্জাতিক প্রবীণ দিবসপালিত হয়েছে।

আজ ১অক্টোবর রিক সাপাহার এরিয়ার উদ্যোগে সকাল ৯ টায় সাপহার উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী,জিরোপয়েন্ট চত্বরে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার রাজশাহী জোনাল ম্যানেজার মোঃ আজিজার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপাহার এরিয়া ম্যানেজার রাজিব খান,শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায় কোঙর,গোয়ালা শাখা ব্যবস্থাপক বারিউল ইসলাম,বকুল শাহ,প্রবীন কমিটির সাপাহার ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন,গোয়ালা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী,সদর ইউনিয়ন পরিষদের সদস্য সামশুল ইসলাম, সহ সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা,জন প্রতিনিধি, সমাজসেবী ও সাংবাদকর্মীগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ/