Print Date & Time : 16 September 2025 Tuesday 12:58 am

সাপাহারে ইস্পাহানি এগ্রোর মাঠ দিবস অনুষ্ঠিত

সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর জলবায়ু পরিবর্তন সহিষ্ণু জাত সমূহের টেকনোলজি ডেমোনস্ট্রেশনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা,কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর মিশনে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবোধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে অত্র এলাকার কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর মিশনের পরিচালক ডেভিড ডি বিশ্বাস।

এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে বগুড়া অঞ্চলের এক্সিকিউটিভ (মার্কেট ডেভলপমেন্ট) কৃষিবিদ নিয়াজ মুর্শিদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপাহার ইউপির মহিলা সদস্য মরিয়ম বেগম,
অন্যান্যের মধ্যে সজীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা বক্তব্য প্রদান করেন।
এ সময় উপজেলার শতাধিক কৃষক মাস দিবসে অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এল//