Print Date & Time : 25 August 2025 Monday 8:48 am

সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ সাপাহারে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপজেলা সদরে অবস্থিত আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় মাঠে এসএসসি ২০২৪ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব
শাহজাহান হোসেন (মন্ডল) এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি আবুল ফজল গোলাম মাওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক (মাষ্টার),শিরন্টী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল বাঁকী সদস্য মো: নজিবর রহমান মো: সাদেকুল হক শাহ্ চৌধুরী সাংবাদিক তসলিম উদ্দীন প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//