Print Date & Time : 25 August 2025 Monday 1:17 am

সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ ‘দুর্যোগ প্রস্তুতিকরণ লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়ব’ এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
বরিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে উপজেলার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।র‌্যালী শেষে বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে সাপাহার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসারের নের্তৃত্বে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক নারগিস আক্তার মনি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//