Print Date & Time : 14 September 2025 Sunday 5:52 am

সাপাহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী নিহত

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে হামেদা বেগম(৫০) নামের ঘুমন্ত এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত মধ্য রাতে উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা ভেড়ী পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।

সরজমিনে জানাগেছে, ওই গ্রামের জহুরুল ইসলামের ছোট স্ত্রী হামেদা বেগম(৫০) স্বামী ঢাকা থাকায় রাতের খাবার শেষে ওই দিন রাতের বেলা প্রতিবেশি মাহফুজা নামের এক ভাইঝিঁকে সাথে নিয়ে চৌকির উপর ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক পৌনে ২ টার দিকে অজ্ঞাত নামা দুর্বৃত্ত সবার অগোচরে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে ঘুমন্ত হামেদা বেগমের তল পেটে ধারালো ছুরি মেরে পালিয়ে যায়্।

ছুরিকাহত ওই নারীর ডাক চিৎকারে তার পাশে ঘুমিয়ে থাকা মাহফুজার আত্নচিৎকার দিতে শুরু করে।তাদের ডাক চিৎকারে বাড়ি ও আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে ও হামেদাকে সাপ কামড়ে দিয়েছে মনে করে তাকে প্রথমে গ্রামের ওঝাঁর নিকট নেয়া হয় সেখানে অবস্থার অবনতি দেখে ডাঃ জাহিদ এর নিকট নিয়ে যায়। ডাক্তার জাহিদ সাহেব তাকে ভাল করে চিকিৎকরার এক পর্যায়ে হামেদার তল পেটে একটি আঘাতের চিহৃ দেখতে পায় এবং রোগীকে মৃত বলে ঘোষনা করেন।

আত্মীয় স্বজনরা নিহতরে লাশ রাতেই নিজ বাড়িতে নিয়ে আসে।

সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশের এস আই আতাউর রহমান ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এ বিষয়ে সাপাহার থানায় একটি হত্যামামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য///এস//