Print Date & Time : 25 August 2025 Monday 10:35 am

সাপাহারে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ “রক্তে ভেজা বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই” ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নওগাঁর সাপাহারে মিছিল,অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাপাহার উপজেলা শাখার আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি মিছিল বের হয়ে জিরোপয়েন্ট মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক যুগ্ন সম্পাদক আব্দুর রহমান (কল্লোল), সাবেক যুগ্ন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,যুগ্ন আহ্বায়ক মোকলেসুর রমান মুকুল,বিএনপি নেতা আব্দুল্লাহ আনসারী,সাবেক ছাত্র নেতা জুয়েল হক, মোস্তাফিজুর রহমান (বাদল), সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস আলী প্রমুখ।