সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদরের করলডাঙ্গা ঈদগাহ মাঠে বিএনপি নেতা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পোরশা উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ -১ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোজাম্মেল হক শাহ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি তাইফুর রহমান,পোরশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক বাবু,বিএনপি নেতা হোসেন আলী,আবু দাউদ, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক আকতার হোসেন প্রমুখ।
বক্তাগন বলেন যে আগামী দিনে দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে একটি শক্তিশালী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সাধারণ মানুষের নিকট এই ৩১দফার লিফলেট পৌছে দিতে হবে। যাতে মানুষ শান্তি পায়।
সাপাহার উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করতে হবে। দল মত নির্বিশেষে সকল নেতাকর্মীকে একত্রিত থেকে সাংগঠনিকভাবে সামনে আগানোর আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে উক্ত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।