Print Date & Time : 14 March 2025 Friday 10:04 am

সাপাহারে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক,ক্রীড়া ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষনা করেন।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মাও: আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাংস্কৃতি,ক্রিড়া ও বিজ্ঞান মেলার অনুষ্ঠানে তারুণ্যের উৎসবকে ঘিরে সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, কলেজের অধ্যক্ষ মো: মাহবুব আলম, অন্যাদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার সামশুল আলম সাপাহার উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা আমির আবুল খায়ের তরুন প্রমুখবক্তব্য প্রদান করেন।

বিজ্ঞান মেলায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপিত প্রায় অর্ধশত বিজ্ঞান সম্পর্কিত স্টল মেলায় স্থান পায়। বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় মেলার সকল স্টলগুলি ঘুরে ঘুরে দেখেন।