Print Date & Time : 15 September 2025 Monday 6:56 pm

সাপাহারে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আমাদের ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাপাহারের ঐতিহ্যবাহী জবাই বিলের চাইলা কাঠি এলাকায় জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ব্যান্যারে দিবসটি উদযাপন করা হয়েছে।

সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা জবই বিলের জলাভূমিকে সংরক্ষণ করতে সরকারকে কার্যকর ভূমিকা ও বিলের জীববৈচিত্র সংরক্ষণে বিলের কোন এক অংশে বিশেষ জীববৈচিত্র সংরক্ষণিত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি আহব্বান জানান।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বন্যপ্রাাণি পরিদর্শক জনাব জাহাঙ্গীর কবির (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী), সংস্থার প্রচার সম্পাদক ফাহাদ ফরহাদ, সহ অন্যান্য সকল সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যগন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।