সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মাজার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।
ওইদিন বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মাজাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে মরদেহের কফিন জাতীয় পতাকা দ্বারা আবৃত করণ, উপজেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শেষে পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যদের দ্বারা সশস্ত্র সালাম-“গার্ড অব অনার” প্রদান করা হয়।
এতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এসময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে সেখানে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সামাহিত করা হয়। স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর নামাজে জানাযায় অংশ করেন। মৃত্যুরপর তিনি ৩ ছেলে ১ মেয়ে ১ স্ত্রী নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাপাহার উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post