সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইঞ্জিন চালিত ভুটভুটি উল্টে নিচে চাপা পড়ে চালক ইমাদুল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
গত ২৭মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গ্রামীন জনপদ খেড়ুন্দা বড়পুকুরিয়া রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক ইমাদুল সাপাহার উপজেলার ফুটকইল পশ্চিমপাড়া ইয়াসিন আলীর ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই দিন রাতে খেড়ুন্দা গ্রামের পার্শ্বের জৈনক মৎস্য চাষীর পুকুরে মাছ আনতে ইমাদুল ভাড়ায় চালিত তার ভুটভুটি নিয়ে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটিটি রাস্তার পার্শ্বের খাদে উল্টে পড়ে যায়।
এসময় চালক ইমাদুল ভুটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুকুরে মাছ মেরে ভুটভুটির অপেক্ষায় থাকা জেলেরা শেষে রাস্তায় খুঁজতে এসে দুর্ঘটনার কবলে পড়া ভুটভুটির নিচ হতে ইমাদুলের মৃত দেহ উদ্ধার করে।
এবিষয়ে রাতেই সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post