৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস যা সারাদেশে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে গতকাল ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। গতকাল সকালে কুষ্টিয়ার পোড়াদহে দি হাংগার প্রোজেক্ট, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও সাফ‘র আয়োজনে দিবসের প্রতিপাদ্য “সময়ের অঙ্গিকার, কন্যাশিশুর অধিকার” তুলে ধরে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দর রাজ্জাকের সঞ্চালনায় বীরমুক্তিযোদ্ধা মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআই নার্গিস খাতুন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুষ্টিবীদ হাজী রেবেকা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোড়াদহ ইউপি সদস্য নাসিমা খাতুন, ব্লাক বাটন‘র উদ্যোক্তা মমতাজ নাহার মিনু ও পুলিশ সদস্য জুলমতারা পারভীন।
আলোচনা ও মানববন্ধন শেষে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা পেতে ধূমপানমুক্ত পরিবার বা বাড়ী রক্ষার্থে সাফ‘র পক্ষ থেকে “আমাদের ঘর, ধূমপানমুক্ত ঘর” স্টিকার বিলি করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post