আজম রেহমান,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মো: শহীদুল্লাহ শহীদ(৭৫) মারা গেছেন্
তিনি ঈদুল আযহা’র দিবাগত রাত ২টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উনার লাশ ১৮ জুন বিকেল সাড়ে ৫ টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে রাষ্ঠ্রীয় মর্যাদা ও জানাযা শেষে পীরডাঙ্গী কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেরে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুন-গ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৪৯ সালে পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর মুন্সিপাড়ায় (পিতা আজিম উদ্দিন ও মাতা আমেনা খাতুনের) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ৬ ভাইবোনের মধ্যে তিনি ৫ম।
তিনি ১৯৬৬ সালে পীরগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তিনি ১৯৭৯ সালে দিনাজপুর-৪ আসনে(পীরগঞ্জ-বোচাগঞ্জ) ১ম বার দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন এবং ২য় বার ১৯৮৬ সালে ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৭ মাস সংসদ সদস্য থাকার পর জোটের সিদ্ধান্তে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post