মেহেরপুর প্রতিনিধি: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মেহেরপুর জেলা মহিলা যুবলীগের নেত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলামসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ২০ মিনিটের সময় মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে হাজির করা হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত সৈয়দা মোনালিসা ইসলামকে। মোনালিসাকে বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহার ভুক্ত আসামি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন নাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ইস্কাটুনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আজ সকালে মেহেরপুর নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহার ভুক্ত আসামি তিনি। এছাড়াও পলি খাতুন নামের এক নারীর ৫ আগস্ট দায়েরকৃত একটি জিআর মামলার মামলার প্রধান আসামি মোনালিসা। মামলা নম্বর জিআর ৩৮৭/২৪।

Discussion about this post