নিজস্ব প্রতিবেদক: ব্যবসায় উপকরণ ও মূলধন বিতরণ “র্সমৃদ্ধ পরিবার কর্মসূচি”র আওতায় কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ্দ আইলচারা গ্রামে উন্নততর জীবনের প্রত্যাশায় সমৃদ্ধ পরিবার গঠনের লক্ষ্যে নির্বাচিতদের মাঝে ব্যবসায় উপকরণ ও চলতি মূলধন বিতরণ করা হয়েছে।
গতকাল দশটায় সানমুন ক্লাবও পাঠাগার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া কার্যালয়ের লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন অর রশিদ বীর প্রতীক (অব.) ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশনের অর্থায়নে ব্যবসায় উপকরণ ও মূলধন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল এরশাদ উর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে সমৃদ্ধ পরিবার সম্পর্কে প্রকল্পের উপকার ভোগীদের সুস্পষ্ট ধারণা এবং সম্মিলিত পরিবারের সকল সূচকে উপস্থিত সকলের পরিবারের অগ্রগতি কামনা করেন।
সানমুন ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এর সার্বিক নির্দেশনায় ও সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ মতিয়ার রহমান, কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আতিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা জনাব লাল মোহাম্মদ মাস্টার। অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন আইলচারা ইউপি সদস মোঃ ফজর আলী, এবং সানমুনক্লাব ও পাঠাগারের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি স ালনা করেন সানমুনক্লাব ও পাঠাগারের শিক্ষা সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম।
উলেখ্য, অনুষ্ঠানের শেষে ৬ টি পরিবারের সদস্যদের মাঝে ভ্যানগাড়ী, নগদ অর্থ ও ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায় সামগ্রী বিতরণ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ জুন ২০২৪

Discussion about this post