সাভার প্রতিনিধি: সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১৮ জনের নাম উল্লেখ করে বিএনপির দেড়’শ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (মামলা নং-৬১) দায়ের করেছে পুলিশ।
রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অব রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি ১৪৩, ১৮৬, ৩৪১, ৩৫৩, ৩৩২, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় নথিভুক্ত হয়েছে।
মামলার আসামীরা হলেন- সাবেক এমপি ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু (৪৫), কফিল উদ্দিন (৫৫), খন্দকার শাহ্ মইনুল হাসান খান বিল্টু (৪৬), খোরশেদ আলম (৪৫), সাইফুল ইসলাম (৬০), বদিউজ্জামান বদির (৪২), ওবায়দুর রহমান অভি (৪৬), গোলাম মোস্তফা (৫০), জামাল উদ্দিন সরকার (৫০), আক্তার হোসেন বেপারী (৪৩), রেফাত উল্লাহ (৫৫), নাজমুল হাসান অভি (৪০), মনজুরুল ইসলাম ওরফে মনজু মিয়া (৪৬), মোশারফ হোসেন মোল্লা (৪৭), কিতাব আলী (৪৫), নুর মমিন (৫০), শাওন (৪০), ইব্রাহিম (৪৭)। এছাড়াও অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post